বাদল সৈয়দের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প সংকলন ‘আকাশে অনেক মুখ’

সিরাজগঞ্জ বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

বাদল সৈয়দের লেখা ‘আকাশে অনেক মুখ’ বইটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি গল্প সংকলন। এই সংকলনের গল্পগুলোয় মুক্তিযুদ্ধের নানা দিক—যুদ্ধের ভয়াবহতা, মানবিকতা, ত্যাগ, প্রতিরোধ ও বীরত্ব অঙ্কিত হয়েছে। সংকলনের গল্পগুলোয় মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের জীবন, যোদ্ধাদের আত্মত্যাগ ও যুদ্ধ-পরবর্তী বাস্তবতা ফুটে উঠেছে। মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, দেশপ্রেম ও সেই সময়ের সামাজিক-মানসিক টানাপোড়েন স্পষ্টভাবে উঠে এসেছে। লেখক বাস্তবধর্মী চিত্রায়ণের মাধ্যমে দেখিয়েছেন কেবল সম্মুখসমরের যোদ্ধারাই নন; বরং সাধারণ গ্রামবাসী, নারী, শিশু-কিশোরেরাও যুদ্ধের অংশ হয়ে উঠেছিল।

এই গল্প সংকলন মুক্তিযুদ্ধের ইতিহাসকে সংবেদনশীল ও মানবিক দৃষ্টিকোণ থেকে পাঠকের সামনে উপস্থাপন করে, যা পাঠককে মুক্তিযুদ্ধের প্রকৃত অনুভূতি ও বাস্তবতা উপলব্ধি করতে সহায়তা করে।

‘আকাশে অনেক মুখ’ বইটি ২০২২ সালে একুশে প্রিন্টার্স প্রেস কর্তৃক প্রকাশিত হয়। বইটি নিয়ে ২৯ জানুয়ারি পাঠচক্র করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমান। এ সময় উপস্থিত বন্ধুরা একে একে বইটির আদ্যোপান্ত নিয়ে আলোচনা করেন।

প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম বলেন, বই পাঠের যে সাপ্তাহিক কর্মসূচি বজায় রেখে আসছে সিরাজগঞ্জ বন্ধুসভা, তা বন্ধুদের জ্ঞানভিত্তিক বিকাশ অব্যাহত রাখবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আল মুনছুর রাব্বি, সাধারণ সম্পাদক নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম শেখ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমানসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা