প্রান্তিক শিশুশিক্ষার্থীদের নিয়ে কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একটি ভালো কাজ
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে প্রান্তিক শিশুশিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা বিষয়ে কর্মশালার আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিবি ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক আল মামুন। পরে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান ও গবেষণাভিত্তিক সিলেবাস নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া শিশু অধিকার, শিষ্টাচার, ভালো আচরণ, সর্বদা ভালোর সঙ্গে থাকা, সাঁতার শেখা, নিরাপদ খাদ্য গ্রহণসহ নানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন বন্ধুরা।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের খাতা, কলম, পেনসিল, রাবারসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। বন্ধুসভার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সিবি ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকসহ অন্যান্য শিক্ষকেরা।

সাধারণ সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা