জবি বন্ধুসভার পাঠচক্রে আনিসুল হকের উপন্যাস ‘মা’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

মুক্তিযুদ্ধের সময় একজন মায়ের যে আত্মত্যাগ এবং দেশ ও দশের জন্য নিজের সন্তানকে যোগ্যভাবে গড়ে তোলা, সে সবকিছু শহীদ আজাদ ও তাঁর মায়ের জীবনের ঘটনা অবলম্বনে ‘মা’ উপন্যাস রচনা করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক।

৫ ফেব্রুয়ারি বইটি নিয়ে এ বছরের দ্বিতীয় পাঠচক্রের আসর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লিমন। শুরুতেই সহসাংগঠনিক সম্পাদক নিশু আক্তার বইটির সূক্ষ্ম বিশ্লেষণ করেন। পরে অন্য বন্ধুরাও মা ও ছেলের মর্মস্পর্শী ঘটনাগুলো নিয়ে আলোকপাত করেন।

মা ও ছেলের সম্পর্ক এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলি ছাড়া বইটি লেখার পেছনের ইতিহাস তুলে ধরেন বইমেলা সম্পাদক রোকসানা আক্তার। আনিসুল হক ‘মা’ উপন্যাসটি লিখে মূলত শহীদ আজাদের তাঁর মাকে বিশ্বের সম্মুখে তুলে ধরার স্বপ্নই বাস্তবায়ন করেছেন।

বইমেলা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা