প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে আলোচনা, কুইজ ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরাছবি: বন্ধুসভা

‘অধিকার আদায় ও নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের এক জ্বলন্ত উদাহরণ প্রীতিলতা ওয়াদ্দেদার। দেশপ্রেমে জাগ্রত, অধিকার আদায়ের লড়াকু সৈনিকদের বাঁচাতে যিনি আত্মাহুতি দিতেও কুণ্ঠাবোধ করেননি। তাঁর আত্মদানের এ দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের দেশপ্রেমে জাগ্রত হতে হবে। হতে হবে অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী।’

২৪ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা
ছবি: বন্ধুসভা

বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ২৪০ জন শিক্ষার্থী নিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী হয় অষ্টম শ্রেণির বুশরা দেওয়ান, নবম শ্রেণির তাহিয়া তাসকিন, অষ্টম শ্রেণির সাদিয়া ইসলাম, মায়িশা মাহজাবীন, নাজিফা নাওয়ার, নবম শ্রেণির তাসিন হক ও সপ্তম শ্রেণির মুশফিকা তাবাসসুম। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বই।

অনুষ্ঠানে বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সিনিয়র শিক্ষক লিনোস হাঁসদা, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ফারুকা বেগম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া তাসকিন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোবাশ্বিরা সুলতানা, মাহবুবা ফেরদৌস প্রমুখ।

বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ২৪০ জন শিক্ষার্থী নিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
ছবি: বন্ধুসভা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে যেমন আমাদের জ্ঞান থাকতে হবে, তেমনই স্বাধীনতার আগে ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস সম্পর্কেও জানা জরুরি। যাঁরা ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই উপমহাদেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের সম্পর্কেও আমাদের জানতে হবে। সেই ক্ষণজন্মা নেতাদের একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের তাঁর সম্পর্কে জানার জন্যই বন্ধুসভার এ আয়োজন। এতে শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতায় অংশ নেবে না, প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে জ্ঞানও লাভ করতে পারবে। পাশাপাশি তাঁর দেশপ্রেমের চেতনা বুকে লালন করতে পারবে।’

অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করেছেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, বন্ধু ফারাহ উলফাৎ, মরিয়ম মুক্তা, আল মাহমুদ, মইন আহমেদ, নাফিউল হাসান, সাকিব হাসান, জুবায়ের আহমেদ, মুশফিক মাহদী, শায়লা শারমিন, ফাহমিদা জান্নাত, ফাতিমা জাহান, সাদিয়া ইসলামসহ অন্যান্য বন্ধুরা।

স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা