‘বই মানে জ্ঞানের ভান্ডার। বই মানুষের জীবনের প্রকৃত বন্ধু। বই পড়ার মধ্য দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ধারণা এবং নতুন জ্ঞানের অর্জন হয়। মননশীলতা, সৃজনশীলতা এবং মেধা বিকাশের পথ উন্মোচিত হয়ে থাকে পাঠের অভ্যাসের মাধ্যমে।’
নওগাঁয় বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও বন্ধুসভার উপদেষ্টা কায়েস উদ্দিন। ২০ অক্টোবর বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এদিন নওগাঁ বন্ধুসভার ব্যবস্থাপনায় জেলার আটটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৪ হাজার ১৭১টি বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি খালেকুজ্জামান আনসারী, আশার আলো বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক।
বই পেয়ে প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান বলেন, ‘অ্যান্ড্রয়েড মুঠোফোন মানুষের হাতে হাতে আসার পর থেকে পাঠাগারে দিন দিন পাঠক কমে যাচ্ছে। লাইব্রেরিতে বই আছে, কিন্তু ইদানীং বই পড়ার পাঠক পাওয়া যাচ্ছে না। বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট সারা দেশে সুবিধাবঞ্চিত প্রতিষ্ঠানগুলোকে বই দিচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটি নিশ্চয়ই পাঠক সৃষ্টির মাধ্যমে আলোকিত সমাজ গড়া। বই বিতরণের মাধ্যমে বিকাশ ও প্রথম আলো ট্রাস্ট আলোকিত সমাজ গঠনে অন্যতম বড় পদক্ষেপ নিয়েছে। এখন আমাদের কাজ হবে পাঠক সৃষ্টি করা। পাঠক সৃষ্টি করার জন্য সমাজের অগ্রসর সচেতন মানুষদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই যুগে ই-বুক ও ডিজিটাল মিডিয়া প্রচলিত হয়েছে। তারপরেও ছাপা বইয়ের আবেদন অপূরণীয়। ছাপা বইয়ের আবেদন কখনোই কোনো ইলেকট্রনিক ডিভাইস পূরণ করতে পারবে না। স্ক্রিনের সামনে বেশি সময় কাটালে চোখের ক্ষতি হতে পারে এবং মানসিক অবসাদ সৃষ্টি হয়। কিন্তু ছাপা বই পড়া চোখ ও মনের জন্য স্বাস্থ্যকর। ছাপা বইতে পৃষ্ঠা ওলটানোর মাধ্যমে নির্দিষ্ট তথ্য সহজে পাওয়া যায়, যা ডিজিটাল ফরম্যাটে সহজ হবে না।’
সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা