দেশ সংস্কার ও সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের সাধারণ শিক্ষার্থীরা। রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করছেন তাঁরা। গ্রাফিতিতে উঠে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মুহূর্ত ও দেশাত্মবোধক নানা স্লোগান।
শিক্ষার্থীদের সঙ্গে এ কাজে অংশ নিয়েছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরাও। নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুসভার বন্ধুরা বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। এ ছাড়া শহীদদের স্মরণে স্মৃতিসৌধ ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করেন তাঁরা।
সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা