‘এবার প্রথম কেউ এসে আমাদের খুশি দিল’

হাবিপ্রবি বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে হাবিপ্রবি বন্ধুসভা। তবে এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী ও ভিন্নধর্মী। প্রতিবছর সাধারণত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঈদের আগে স্বল্প আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। কিন্তু এবার ক্যাম্পাস আগেই ছুটি হয়ে যাওয়ায় বন্ধুরা একসঙ্গে এ উদ্যোগ পালন করতে পারেননি। বিকল্প হিসেবে বন্ধুরা নিজ নিজ এলাকায় ঈদ উপহার বিতরণ করেন।

বন্ধুরা ঈদের আগে থেকেই নিজেদের জায়গা থেকে উদ্যোগ নিয়েছেন, অর্থ সংগ্রহ করেছেন এবং মানুষদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও উপহার কিনে তাঁদের হাতে তুলে দিয়েছেন। রংপুর, লালমনিরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে এগুলো বিতরণ করেন হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা।

ঈদসামগ্রী পেয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ রহিম উদ্দিন বলেন, ‘সারা বছর অভাব-অনটনের মধ্যেই কাটে। ঈদে নতুন জামা তো দূরের কথা, ভালো খাবারও জোটে না। আজ আপনারা আমাকে উপহার দিলেন, আল্লাহ যেন আপনাদের মঙ্গল করেন। অনেক বছর পর মনে হচ্ছে সত্যিকারের ঈদ পেলাম!’

বিধবা মা ফাতেহারা খাতুন বলেন, ‘আমার দুই ছেলে-মেয়ে, ঈদের দিনও তাদের ভালো কিছু দিতে পারব কি না, জানতাম না। আজ এ সাহায্য পেয়ে মনে হলো, ঈদ সত্যিই সবার জন্য। আল্লাহ আপনাদের অনেক ভালো করবেন!’

রিকশাচালক হাবিবুর রহমান বলেন, ‘আমাদের মতো গরিব মানুষের জন্য ঈদ মানেই অন্যদের খুশি দেখা। এবার প্রথম কেউ এসে আমাদের খুশি দিল। এই ভালোবাসা ভুলব না।’

বন্ধুরা বলেন, ‘সহমর্মিতার ঈদ শুধু একটি উদ্যোগ নয়, এটি একটি মানবিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি। এটি আমাদের শেখায়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আমরা আশাবাদী, আগামী বছরগুলোয় এ কার্যক্রম আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং সমাজের আরও বেশি মানুষ এর মাধ্যমে উপকৃত হবে।’

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহরাব হোসাইন সবুজ বলেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” সত্যিই প্রশংসনীয়। প্রথম আলো বন্ধুসভার শিক্ষা, আত্মসামাজিক, ঈদসহ সব অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রম ও মানবিক সাহায্য অব্যাহত থাকুক এই কামনা করছি।’