মানিকগঞ্জ বন্ধুসভার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মানিকগঞ্জ বন্ধুসভার উপহার দেওয়া শিক্ষা উপকরণ হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে সদর উপজেলার ছুটি-ভাটবাউর গ্রামে শিশুশিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মানিকগঞ্জ বন্ধুসভা। ২৬ অক্টোবর সকালে গ্রামের মসজিদসংলগ্ন মাঠে এগুলো বিতরণ করেন বন্ধুরা।

বিতরণ অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদের সঞ্চালনায় শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন গড়পাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল খালেক। তিনি বন্ধুসভার এই উদ্যোগের প্রশাংসা করেন এবং প্রথম আলো ও বন্ধুদের ধন্যবাদ জানান।

এ ছাড়া প্রথম আলো মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি চাঁন মিয়া ও সহসভাপতি আবদুস সালাম বক্তব্য দেন। শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের চোখেমুখে হাসির ঝিলিক ফুটে ওঠে।

বন্ধুরা বলেন, ‘বন্ধুসভা সব সময় মানুষের ও দেশের কল্যাণে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এ বছরও সব বন্ধুসভা একটি ভালো কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।’

সভাপতি, মানিকগঞ্জ বন্ধুসভা