বিনা মূল্যে চিকিৎসাসেবা, পাঠচক্র ও আলোচনা সভা

আলোচনা সভা শেষে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

বঙ্গবন্ধু একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়েও থাকতেন নিজের বাড়িতে। তাঁর জীবন এমনই সাধারণ ছিল। বলছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনিস। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সাধারণ জনগণের সান্নিধ্যে থাকার জন্য সরকারি বাসভবনে না থেকে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যদের মতোই সবার সঙ্গে সহজে মিশে যেতে পারতেন।

১৫ আগস্ট ছিল স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় রক্তদান কর্মসূচি, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর লেখা বিভিন্ন বই নিয়ে পাঠচক্রের আসর, কুইজসহ নানা কার্যক্রম করেছেন বন্ধুসভার বন্ধুরা।

বঙ্গবন্ধুর চেতনাকে যুবসমাজে সর্বজনীন করে রাখতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে ‘মুজিবের রক্তশোকই চিরন্তন চেতনা’ শিরোনামে আলোচনা সভা হয়। বঙ্গবন্ধুর রক্ত এখন আর শোক হিসেবে প্রকাশিত হবে না। তাঁর রক্তশোকই তরুণ প্রজন্মের কাছে শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা হয়ে উঠবে, বলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক। জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি স্তরে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধু দলমত–নির্বিশেষে সবাইকে বিশ্বাস করতেন। সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে হবে।

বঙ্গবন্ধু সত্য প্রকাশে আজন্ম আপসহীন ছিলেন জানিয়ে ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু আশফাকুজ্জামান বলেন, ‘দেশভাগের পর পাকিস্তানি স্বৈরশাসকদের অত্যাচার-নির্যাতনে বঙ্গবন্ধু সবাইকে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করেন।’ বঙ্গবন্ধু একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়েও থাকতেন নিজের বাড়িতে। তাঁর জীবন এমনই সাধারণ ছিল।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বন্ধুসভার উদ্যোগে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ
ছবি : বন্ধুসভা

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে রক্তের অভাবে কোনো মানুষ মারা যেতে পারে না’ স্লোগানে রক্তদান কর্মসূচি পালন করে সাতক্ষীরা বন্ধুসভা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে এই উদ্যোগ নেওয়া হয়। বন্ধু তায়েব হাসানের রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বন্ধুসভার উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নিম্নবিত্ত মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ডা. সামিউর রহমান।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে মিরপুর বন্ধুসভা আয়োজিত আলোচনা সভার শিরোনাম ছিল ‘তোমায় হারানোর শোকে আজও কাঁদি’।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী বই নিয়ে পাঠচক্র এবং ‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস’ শিরোনামে বিশেষ কুইজের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করেন বন্ধুরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ‘আমাদের জানায় বঙ্গবন্ধু’ শিরোনামে কুইজের আয়োজন করে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী’ নিয়ে কুইজের আয়োজন করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। চট্টগ্রাম বন্ধুসভাও অনলাইনে ‘বঙ্গবন্ধু’ বিষয়ে কুইজের আয়োজন করে।

বক্তব্য দিচ্ছেন রাউজান বন্ধুসভার সভাপতি সালসাবিল করিম চৌধুরী
ছবি: বন্ধুসভা

চট্টগ্রামের রাউজানে শোকগাথা, কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশ গড়ার কারিগর তিনি। এই মহান নেতার শাহাদতবার্ষিকীর দিনে মুদ্রিত বই পড়ার দলগত আসর পাঠচক্রে বসেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা। এবারের বিষয় ছিল শেখ মুজিবুর রহমানের লেখা বই আমার দেখা নয়াচীন।

‘বঙ্গবন্ধুর জীবনকথা’ শিরোনামে ভার্চ্যুয়াল পাঠচক্র করে নোয়াখালী বন্ধুসভা। পাঠচক্রে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে একটা অনুচ্ছেদ পড়ে আলোচনা করেন বন্ধুরা। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রথম আলোয় প্রকাশিত ক্রোড়পত্র ওই মহামানব আসে–এর কিছু অংশ পড়ে শোনানো হয়।

‘দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ: একটি পর্যালোচনা’ শিরোনামে অনলাইন ওয়েবিনার করে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বন্ধুসভা। এ ছাড়া ফেনীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে ফেনী বন্ধুসভা। পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বন্ধুসভাও।