ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্র ও সাংগঠনিক সভা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্র ও সাংগঠনিক সভাছবি: বন্ধুসভা

কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ উপন্যাস নিয়ে পাঠচক্র করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা। ২ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

বইটি নিয়ে আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাতি তাসনীম। এ সময় উপস্থিত অন্য বন্ধুরাও তাঁদের অভিমত ব্যক্ত করেন।

পাঠচক্র শেষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নানা বিষয় আলোচনা হয়। এতে বক্তব্য দেন সভাপতি শাহরিয়ার কাদির, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহসভাপতি তানজিম হাসান ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।

সভাপতি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা