শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখবেন বন্ধুরা

কক্সবাজার জেলার পাঁচটি বন্ধুসভার প্রতিনিধিদের সঙ্গে জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলার সৌজন্য সাক্ষাৎছবি: বন্ধুসভা

কক্সবাজার জেলার পাঁচটি বন্ধুসভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলা। ২৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অংশ নেন পাঁচটি বন্ধুসভার নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্য বন্ধুরা।

সাক্ষাতে নেওয়াজুল মওলা বন্ধুসভার চারটি মূল প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার আহ্বান জানান। এ ছাড়া তিনি বন্ধুদের দায়িত্বশীল আচরণ ও কার্যক্রমের মাধ্যমে নিজ নিজ বন্ধুসভাকে সেরাদের সেরা করে গড়ে তোলার ওপর জোর দেন। পরিকল্পনা অনুযায়ী বন্ধুদের নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

নবগঠিত উত্তরণ মডেল কলেজ ও বায়তুশ শরাফ কলেজ বন্ধুসভার উদ্দেশে নেওয়াজুল মওলা বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করতে বন্ধুসভার নীতিমালা জানা জরুরি। প্রয়োজনে বন্ধুসভার ওয়েবসাইট থেকে নিয়মাবলি জেনে নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে জাতীয় পরিচালনা পর্ষদও আপনাদের নিয়ে আলাদা করে বৈঠক আয়োজন করবে।’

কক্সবাজার জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা বলেন, ‘শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের মানোন্নয়নে মনোনিবেশ করতে হবে বন্ধুদের।’

কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘শৃঙ্খলা ও সম্প্রীতির মাধ্যমে কাজ করে আমরা নিজেদের সেরাদের তালিকায় নিয়ে যেতে চাই।’

কক্সবাজার জেলার পাঁচটি বন্ধুসভার প্রতিনিধিদের সঙ্গে জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক নেওয়াজুল মওলার সৌজন্য সাক্ষাৎ
ছবি: বন্ধুসভা

কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সভাপতি সুরাজ দত্ত বলেন, ‘বন্ধুসভার সরকারি কলেজ কমিটিকে যাতে জাতীয় পর্যায়ে উপস্থাপন করতে পারি, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নিয়মিত পাঠচক্র, মিটিং ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার বন্ধুসভার সহসভাপতি আবদুল নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মারগুব মোরশেদ, নাছির উদ্দীন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মিজবাবুর রহমান, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সহসভাপতি ইশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক আলিফ ইমতিয়াজ, অর্থ সম্পাদক শহিদুল আমিন, সাংগঠনিক সম্পাদক নুজাত সিদ্দিকা, কক্সবাজার সরকারি কলেজ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাজেশ সুশীল, উত্তরণ মডেল কলেজ বন্ধুসভার সাধারণ সম্পাদক মিফতা হুল জান্নাত, বন্ধু আনিস রাহাতসহ আরও অনেকে।

শেষ দিকে জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নতুন কমিটির সদস্যসহ সব বন্ধুকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সহসভাপতি, কক্সবাজার বন্ধুসভা