মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার পাঠচক্রে ‘যে গল্পের শেষ নেই’
‘যে গল্পের শেষ নেই’—দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রচিত একটি দার্শনিক গদ্যনির্ভর বই। যেখানে ভারতীয় দর্শনের উৎপত্তি ও বিকাশকে বৈজ্ঞানিক এবং বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা হয়েছে।
বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেটের মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। ২৩ জুলাই কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র পরিচালনা করেন সভাপতি মেহেদী হাসান।
‘যে গল্পের শেষ নেই’ বইয়ের কেন্দ্রে রয়েছে মানবসভ্যতার জ্ঞানচর্চার বিকাশ। বিশেষ করে ভারতীয় দার্শনিক ধারা কীভাবে যুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক ছিল এবং কীভাবে তা কালক্রমে পৌরাণিক ও ধর্মীয় ব্যাখ্যায় ঢেকে গিয়েছে।
পাঠ আলোচনায় বন্ধুরা বলেন, ‘“যে গল্পের শেষ নেই’ শুধু একটা বই নয়, এটা এক চিন্তার উদ্রেককারী পথ। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের এই রচনা শেখায়, আমরা কীভাবে নিজের সাংস্কৃতিক ও বৌদ্ধিক ইতিহাসকে নতুন দৃষ্টিতে দেখতে পারি। এই বই পাঠককে আত্মবিশ্লেষণ ও সমাজ বিশ্লেষণের দিকে ধাবিত করে, এবং জিজ্ঞাসু মনের গুরুত্বকে তুলে ধরে। যা সত্যিকার অর্থেই “শেষ নেই” গল্পের মতো।’
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রুবেল ফারহিন, সাংগঠনিক সম্পাদক দেবব্রত সরকার, সহসাংগঠনিক সম্পাদক প্রজ্ঞা চৌধুরী, দপ্তর সম্পাদক শারমিন লিপি, ম্যাগাজিন সম্পাদক ইউসুফ মাহদি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক অনুপ দাশসহ অন্যান্য বন্ধু।
দপ্তর সম্পাদক, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা