শিক্ষার্থীদের গণিত জয় করার প্রত্যয়

রংপুরে অনুষ্ঠিত হলো ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো ২৩তম আঞ্চলিক গণিত উৎসবছবি: বন্ধুসভা

কুয়াশার চাদর উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হলো ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো ২৩তম আঞ্চলিক গণিত উৎসব। ১৭ জানুয়ারি রংপুর জিলা স্কুলে এটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই উৎসবে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সবার মধ্যে ছিল উৎসবের আমেজ এবং গণিত জয় করার প্রত্যয়।

সকাল ৯টায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। একই সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন রংপুর জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক গাজী সালাউদ্দিন এবং ডাচ্–বাংলা ব্যাংক রংপুরের ব্যবস্থাপক মারুফুজ্জামান। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ময়নুল ইসলাম।

উদ্বোধন শেষে শুরু হয় পরীক্ষা পর্ব। এরপর চলে বন্ধুতা পর্ব। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই কেনে শিক্ষার্থীরা। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষে সমাপনী পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও টি-শার্ট উপহার দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন রংপুর বন্ধুসভার বন্ধুরা।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা