শরীয়তপুরে অনুষ্ঠিত হলো স্কুল বিতর্ক উৎসব

বিতর্ক উৎসবে বিজয়ীদের সঙ্গে বিচারকেরা
ছবি: বন্ধুসভা

‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। প্রথম আলোর এ রকম সামাজিক কর্মকাণ্ডের ফলে তারা দেশ ও দেশের বাইরে এক নম্বর বাংলা দৈনিকে পরিণত হয়েছে। ভবিষ্যতেও প্রথম আলোর যেকোনো কর্মসূচিতে আমরা যুক্ত থাকব এবং সহযোগিতা করব’, ১৩ সেপ্টেম্বর পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩-এর শরীয়তপুর আঞ্চলিক পর্বের উদ্বোধন ঘোষণাকালে এ কথা বলেন শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরিদ হোসাইন।

এদিন বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে। সঞ্চালনা করেন শরীয়তপুর বন্ধুসভার সভাপতি শাহিন সরকার। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মহম্মদ শুকরানা। তিনি ভেন্যুটির সার্বিক পরিবেশ দেখে অভিভূত হন এবং বিতর্ক উৎসব সম্পর্কে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শরীয়তপুর জেলা সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল কর্মকর্তা শেখ মোস্তফা খোকন মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পও পরিচালনা করেন। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বিতর্ক ও অনুষ্ঠানবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম খান বিতার্কিকদের উদ্দেশে বিতর্ক-সম্পর্কিত বিভিন্ন নিয়মকানুন বিস্তারিত তুলে ধরেন।

বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক কুইজ ও বারোয়ারি বিতর্ক—এই তিন ফরম্যাটে উৎসব অনুষ্ঠিত হয়। বিতর্ক কুইজে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি (নিম্ন মাধ্যমিক) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মুকতাসীন মাহী ও নবম থেকে দশম (মাধ্যমিক) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে মাহমুদপুর মডার্ন হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইসমাইল হোসেন। বারোয়ারি বিতর্কে সেরাদের সেরা হয় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ বিন ফারুক। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ডামুড্যা উপজেলার নিউনেস ইসলামী একাডেমি, রানার্সআপ হয় নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়। সার্বিক সহযোগিতায় শরীয়তপুর বন্ধুসভা।

উৎসবে শরীয়তপুর বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী মাসুদুর রহমান, সহসভাপতি নাজমুল হক, রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর, তানজিরুল আলম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুপম প্রমুখ উপস্থিত ছিলেন।

সহসভাপতি, শরীয়তপুর বন্ধুসভা