শিশুদের নিয়ে ইফতার করলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ইফতার

শিশু ও অসচ্ছল মানুষদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ২৫ মার্চ জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটের ছাদে এটি অনুষ্ঠিত হয়।

ইফতারে আগত শিশুদের চোখেমুখে ছিল আনন্দের ছাপ। তারা সবাই খুবই আনন্দিত হয় এবং বন্ধুসভার বন্ধুদের জন্য দোয়া করে।

ইফতার কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতা করেন সভাপতি আরাফাত মিলেনিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ।

উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ, ম্যাগাজিন সম্পাদক অজিফা খাতুন, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, বন্ধু রামিজ আহমেদ, মুসফিক মাহদি, আরেফিন অপু, আসেফ উৎসসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা