‘বন্ধুসভা সব সময় মানুষের পাশে দাঁড়ায়’

জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করে টাঙ্গাইল বন্ধুসভাছবি: বন্ধুসভা

এক হাতে মেহেদির রঙে লেখা ঈদ মোবারক, আরেক হাতে নতুন জামা। টাঙ্গাইল বন্ধুসভার পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে বলছিল, এবার ঈদে তারা অনেক মজা করতে পারবে। আর তাদের অভিভাবকেরা যেন চিন্তামুক্ত হলেন। জানান, ঈদে সন্তানদের কিছু কিনে দিতে পারবেন কি না, এ নিয়ে অনেক চিন্তিন্ত ছিলেন। সেটা এখন দূর হলো।

৩ এপ্রিল বিকেলে জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৩৫ সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে মেহেদি উৎসব ও তাদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করেছে টাঙ্গাইল বন্ধুসভা। প্রথমে সবার হাতে মেহেদি লাগিয়ে দেন বন্ধুরা। পরে সবাইকে একটি করে নতুন জামা উপহার দেন।

উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী এস আকবর খান, অধ্যক্ষ বাদল মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, মীর মেহেদী, মফিদুল ইসলাম খান, রকিবুল ইসলাম আসাদ, ঢাকা বিএএফ শাহীন কলেজের শিক্ষক শুভব্রতা ইয়াসমিন, ইসরাত জাহান শশী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহানারা আরজু জলি, বন্ধুসভার সভাপতি আবু আহমেদ শেরশাহ, সাধারণ সম্পাদক তাসনিয়া শারমিনসহ অন্য বন্ধুরা।

শিশুদের মুখে হাসি এনে দিতে পেরে বন্ধুরাও ছিলেন খুশি

উপদেষ্টা এস আকবর খান বলেন, ‘বন্ধুসভা সব সময় মানুষের পাশে দাঁড়ায়। সামাজিক উন্নতির স্বার্থে ও সৃজনশীল কাজে এগিয়ে আসে এবং তরুণদের প্রাধান্য দেয়। ভবিষ্যতে এই তরুণেরাই দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলবে ইনশা আল্লাহ, সেই প্রত্যাশা করছি।’

সহমর্মিতার ঈদ কার্যক্রমের পর অনুষ্ঠিত হয় নবীন বন্ধুবরণ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাসনিয়া শারমিন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, নাইমুল হাসান, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক সানজিদা মেহের, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইসরাত জাহান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শারিফ হোসেন, ম্যাগাজিন সম্পাদক শাকিল মিয়া, বইমেলা সম্পাদক রাকিবুল ইসলাম, বন্ধু মোজাহিদুর রহমান, নুজহাত ই তাহলিল, হালিমা আক্তার, তৌফিক কিরণ, গৌরব চন্দ্র, মেহেদী হাসান, সাজেদুল ইসলাম, সাগর আহমেদ, রূপা চৌহান ও হামিদ আল মামুনসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা