গানে গানে নজরুল জন্মজয়ন্তী

নজরুল জন্মজয়ন্তী শেষে বন্ধুরাছবি: বন্ধুসভা

সাম্য ও দ্রোহী কথামালায়, গানে, কবিতা আর অসাম্প্রদায়িকতার বাণী উচ্চারণের মধ্য দিয়ে রংপুরে বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ২৫ মে বিকেল ৫টায় প্রথম আলোর রংপুর অফিসে এটির আয়োজন করে রংপুর বন্ধুসভা।

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করা হয়। ছিল গান, কবিতা ও নানা আয়োজন।

বন্ধুদের কণ্ঠে উচ্চারিত হয় ‘মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই’, ‘এখনো ওঠেনি চাঁদ’, ‘কাণ্ডারী গো কর কর পার’, ‘নাইবা পেলাম আমার’, ‘তুমি আরেকটি দিন থাকো’, ‘একি অপরূপ রূপে মা তোমায়’সহ বিভিন্ন গান ও কবিতা।

সভাপতির বক্তব্যে রওনক জাহান খুশি বলেন, ‘কাজী নজরুল ইসলামকে প্রেমের কবিও বলা হয়। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। কাজী নজরুলকে জানতে হলে তরুণ প্রজন্মকে বই পড়তে হবে, তাঁর লেখাগুলো অনুধাবন করতে হবে এবং তা বাস্তবজীবনে প্রয়োগ করতে হবে।’

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা