ঈশ্বরগঞ্জ মুক্ত দিবসে পদযাত্রা

পদযাত্রায় বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ৯ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্ত হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার পদযাত্রার আয়োজন করেছে ঈশ্বরগঞ্জ বন্ধুসভা। এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও পুলিশ সদস্যরা অংশ নেন।

৯ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মড়ল বাড়ি এলাকা থেকে ভোর সাতটায় পদযাত্রা শুরু হয়। তার আগে জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুরা। উচাখিলা ইউনিয়ন থেকে ৯ কিলোমিটার হেঁটে উপজেলা সদরে পৌঁছায় পদযাত্রা। ঈশ্বরগঞ্জ থানা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধে নিহত শহীদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিরাপত্তা দেন পুলিশ সদস্যরা
ছবি: বন্ধুসভা

পদযাত্রার শুরুতে উপস্থিত ছিলেন উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আবেদীন খান। দলটি বড়হিত ইউনিয়নে পৌঁছালে সেখানে যোগ দেন ইউপি চেয়ারম্যান আজিজুল হক ভুঁইয়া। পরে সূর্যার বাজার নামের স্থানে পথসভা করা হয়। সদর ইউনিয়নে পৌঁছালে সেখানে পদযাত্রায় যোগ দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। এ সময় বন্ধুদের নিরাপত্তা দেন পুলিশ সদস্যরা।

পদযাত্রার দলটিকে গ্রহণ করার জন্য আগে থেকেই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, মুক্তিযোদ্ধা ও জাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আকন্দসহ অন্য মুক্তিযোদ্ধারা।

এ সময় পদযাত্রা দলের পক্ষ থেকে সালাম প্রদর্শন করা হয় এবং জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের পতাকা হস্তান্তর করেন বন্ধুরা। তারপর সবাই মিলে হেঁটে থানা প্রাঙ্গণে পৌঁছান। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র। বন্ধুসভার পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।