মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতা’ শিরোনামে আলোচনা সভা করেছে সৈয়দপুর বন্ধুসভা। ২৬ মার্চ বিকেলে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
সভায় বন্ধুরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করেন। যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সৈয়দপুর বন্ধুসভার বইমেলা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংস্কৃতিক সম্পাদক তাপস রায় ও ছোট বন্ধু তীর্থ কল্যাণ রায়।
সভা শেষে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া তিন বন্ধুকে শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়।