‘মালিক-শ্রমিক সম্পর্কে মে দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী’

বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভা।

‘মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে মে দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে ৮ ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকেরা তাঁদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন। নিজেদের অধিকার আদায়ে সফল হয়েছেন। বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায়। মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণিবৈষম্য।’

পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর প্রমুখ। সঞ্চালনা করেন সভাপতি আরাফাত মিলেনিয়াম।

এ সময় বক্তারা বলেন, ‘শ্রমিকদের বৈষম্য এখনো পুরোপুরি নির্মূল করা না গেলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা