এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ‘ফুলকুঁড়ির আসর’

এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ‘নওধার নজর আলী ফরাজী বাবুস সালাম মাদরাসা ও এতিমখানার’ শিক্ষার্থীদের সঙ্গে ‘ফুলকুঁড়ির আসর’ শিরোনামে আনন্দ আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজের’ অংশ হিসেবে ১ নভেম্বর তারা এই কার্যক্রম করে।

এদিন বিকেল চারটায় ৩০ জন বন্ধুর একটি দল বাসে করে এতিমখানায় পৌঁছায়। সেখানে প্রায় অর্ধশত শিক্ষার্থীর সঙ্গে বিকেলের সময়টা উপভোগ করেন বন্ধুরা। কুশলাদি বিনিময়ের পর বয়স অনুযায়ী শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করা হয়। আয়োজন করা হয় তিন ধরনের খেলা—বিস্কুটদৌড়, হাঁড়িভাঙা ও মোরগলড়াই।

বিজয়ী শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়ার পাশাপাশি বাকিদের জন্য উপহার হিসেবে দেওয়া হয় চকলেট, বিস্কুট, কেক, স্যালাইন, মগ ও ভ্যাসলিন। খেলাধুলাপর্ব শেষে থাকে আপ্যায়নের ব্যবস্থা।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি রাফিয়া ইসলাম, সাধারণ সম্পাদক নওসাদ আল সাইম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, রোকসানা আক্তার, তকিব হাসান, সাকিবুল হাসান, কাওছার হোসাইন, মাহমুদুল হাসান, সামিরা সুলতানা, রেহনুমা তারান্নুম, সাদিয়া তাসনিম, সামিউল, সাদিয়া, সুবেশ, প্রিয়াঙ্কা, রেনেসাঁ, রকিব, রোমান, সুমন, শারমিন, সূচি, সাব্বির, অনন্যা, শরিফা ও অন্য বন্ধুরা।

বন্ধু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা