মাদারীপুরে নতুন জামা ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন বন্ধুরা

১৫০ সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশু নতুন রঙিন জামা পেয়েছে
ছবি: বন্ধুসভা

ঈশান (৬), শাহবির (৪) ও ইশামণি (৭)। তাদের মা মানসিক ভারসাম্যহীন। বাবা আরেকটি বিয়ে করে ওই সংসার নিয়েই ব্যস্ত। নানি খালেদাই (৬১) একমাত্র ভরসা। তিন নাতি-নাতনি আর অসুস্থ মেয়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতে রোজ পথে পথে ঘুরে ভিক্ষা করতে হয় খালেদাকে। অসহায় খালেদার পক্ষে তাঁর নাতি-নাতনিদের জন্য ঈদে নতুন জামা কেনাটা একেবারেই অসম্ভব। তাই ঈদের আগে এই শিশুদের নতুন রঙিন জামা উপহার দিয়েছে মাদারীপুর বন্ধুসভা। একই সঙ্গে খালেদার হাতে তুলে দেওয়া হয় ঈদের খাদ্যসামগ্রী।

ঈশানদের মতো এমন আরও ১৫০ সুবিধাবঞ্চিত ও অসহায় প্রতিবন্ধী শিশুকে নতুন রঙিন জামা ও ৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মাদারীপুর বন্ধুসভা। ১৫ এপ্রিল বেলা ১১টায় জেলা শহরের লেকপাড় পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

নতুন জামা পেয়ে এক শিশুর উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, তেল, ময়দা, লাচ্ছা সেমাই, গুঁড়া দুধ, মসলা ইত্যাদি। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির এই সময়ে উপহার পেয়ে খুশি হয়েছে হতদরিদ্র পরিবারগুলো। তাঁদের একজন মজিবর খান। তিনি বলেন, ‘জিনিসপত্রে যা দাম, ঈদের আগে এত কিছু কিনতে পারতাম না। এখানে যা পাইলাম, তা দিয়া ঈদের দিন রান্না হইবে। আমাগো মতো গরিব মানুষের কথা মনে রাখছেন, তাতে আমরা অনেক খুশি হইছি।’

নতুন জামা ও খাদ্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা গোলাম সরোয়ার, সোহেল রানা, প্রথম আলোর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভার সভাপতি অখিল সরকার, সাধারণ সম্পাদক আয়শা আক্তার, বন্ধু আরাফাত হাসান, আরিফুর রহমান, শাহাদাত আকন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, কাজী সবুজ, সোনিয়া আক্তার, এস এম রাসেল, সুজন হোসাইন, সৈকত হোসেইন, ইমরান খান, ইমদাদুর হক প্রমুখ।

এক মা তাঁর সন্তানকে নিয়ে আসেন, দুজনই বন্ধুসভার উপহার পেয়েছেন
ছবি: বন্ধুসভা

অখিল সরকার বলেন, ‘বন্ধুসভা জাতীয় পর্ষদের আহ্বানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “সহমর্মিতার ঈদ” কার্যক্রমের অংশ হিসেবে মাদারীপুর বন্ধুসভার বন্ধুরা এই কর্মসূচি পালন করেছে। প্রথম দফায় আমরা সুবিধাবঞ্চিত ১৫০টি শিশুকে নতুন জমা ও ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি। ঈদের আগের দিন পর্যন্ত বন্ধুসভার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা পরিয়ে দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।’

সাধারণ সম্পাদক, মাদারীপুর বন্ধুসভা