কবি নজরুলের ‘কুহেলিকা’ নিয়ে পাঠচক্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা বিখ্যাত উপন্যাস ‘কুহেলিকা’। এই উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের রাজনৈতিক আদর্শ ও মতবাদ প্রতিফলিত হয়েছে। বিপ্লবী যুবক জাহাঙ্গীর চরিত্র দিয়ে সমাজনীতি, রাজনীতি ও ধর্মনীতির সফল প্রতিফলন ঘটিয়েছেন তিনি। গত ৩০ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে বইটি নিয়ে পাঠচক্র করেছে চবি বন্ধুসভা।

বই নিয়ে আলোচনায় পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিয়া আনজুম বলেন, ‘“কুহেলিকা” উপন্যাসে আমরা স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপটে একটা রোমান্টিক গল্প দেখতে পাই, যেখানে প্রধান চরিত্র জাহাঙ্গীর ও তাহমিনা। শান্ত চুপচাপ একজন ছেলে থেকে বিপ্লবী হয়ে ওঠে জাহাঙ্গীর। তাঁর ভালো লাগে তাহমিনাকে। দুজনের বিয়েও ঠিক হয়। কিন্তু তখনই তৃতীয় চরিত্র হিসেবে আমাদের পরিচয় হয় চম্পার সঙ্গে। উপন্যাসের শেষ অংশে তাঁর উপস্থিতি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত জাহাঙ্গীরের ভাগ্যে কারাবরণ ঘটে। পুরো উপন্যাসে তাঁর জীবনে নানা টানাপোড়েন আমাদের দেখানো হয়।’

পাঠচক্র শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পাঠচক্রে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আদিত্য গোস্বামী, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য জিহাদুল ইসলামসহ অন্য বন্ধুরা। এটি চবি বন্ধুসভার এ বছরের ষষ্ঠ পাঠের আসর।

সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা