মাদারীপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
‘আর নয় প্লাস্টিক দূষণ, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্যে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে মাদারীপুর বন্ধুসভা। ২৭ জুলাই সকালে ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ৫০০ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন বন্ধুসভার বন্ধুরা। উপস্থিত ছিলেন ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাফিজা বাশার, মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা ডা. অখিল সরকার, কুমান লাভলু, সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আন্না আক্তার, দপ্তর সম্পাদক সোহাগ হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সোহাগ সরদার প্রমুখ।
সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া বলেন, ‘প্রতিবছর বর্ষার মৌসুমে বন্ধুসভার বন্ধুদের নিজেদের অর্থায়নে আমরা নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করে রোপণ ও বিতরণ করে থাকি। এ বছর বিভিন্ন প্রজাতির ৫০০ চারা ক্রয় করেছি। স্কুলে শিশুদের মধ্যে বৃক্ষের প্রতি ভালোবাসা আর দায়িত্ব বোঝাতে আমাদের এ উদ্যোগ। আশা করছি, খুদে শিক্ষার্থীরা চারাগুলো রোপণের পাশাপাশি গাছের প্রতি অধিক যত্নশীল হবে।’
সভাপতি, মাদারীপুর বন্ধুসভা