বিশেষত্ব অর্জন করতে হলে বন্ধুদের সৃজনশীল হতে হবে

বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক রুজুছবি: বন্ধুসভা

‘নিজেদের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি বিশেষত্ব অর্জন করতে হলে তোমাদের সৃজনশীল হতে হবে। কেননা, বন্ধুসভার নিয়মিত আয়োজনগুলোর জন্য আলাদা কোনো কৃতিত্ব নেই। এর বাইরে ব্যতিক্রম ও অর্থবহ কিছু অর্থাৎ নতুন ভ্যালু অ্যাড করতে পারলে তবেই বন্ধুসভার স্বার্থকতা, আর তোমরা হবে অনন্য।’ রংপুর বন্ধুসভার বন্ধুদের উদ্দেশে এ কথা বলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক রুজু।

রংপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

১৪ জানুয়ারি বিকেলে প্রথম আলোর রংপুর অফিসে রংপুর বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি-২০২৪–এর পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সংগীতা দাস ও শাহরিয়ার সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

সবাইকে পরিচয় করিয়ে দেন উপদেষ্টা আরিফুল হক রুজু, ড. তুহিন ওয়াদুদ, ডা. সমর্পিতা ঘোষ তানিয়া ও মাহমুদা আক্তার মিলা। পরে তাঁরা নতুন কমিটির বন্ধুদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা