বন্ধুসভার প্রাথমিক চিকিৎসাসেবা–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
কেউ একজন পানিতে ডুবে গেল, তাঁকে উদ্ধার করে আনার পর একজন মানবিক মানুষ হিসেবে তাৎক্ষণিকভাবে আপনার করণীয় কী? অথবা শরীরের কোনো অঙ্গ আগুন লেগে পুড়ে গেল কিংবা হাত-পা ভেঙে গেল, করণীয় কী? গলায় কাঁটা আটকে গেল, আবার ধরুন আপনার সামনে কেউ একজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল, এ ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কী?
এসব মুহূর্তে অনেকে সহায়তার জন্য এগিয়ে এলেও দেখা যায়, ভুল কোনো পদক্ষেপ নিয়ে ফেলছেন। তখন হিতে বিপরীত হতে পারে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের এ বিষয়ে সঠিক ধারণা ও প্রশিক্ষণ দিতে জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক চিকিৎসাসেবা–বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা। ৬ জুন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে হওয়া এ কর্মশালায় সহযোগিতা করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।
সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা দিনব্যাপী এ কর্মশালায় ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার নির্বাচিত বন্ধুরা অংশ নেন। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজার সঞ্চালনা ও তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে ছিলেন সিআইপিআরবির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ডা. নওশিন তোরসা ও রিসার্চ অ্যাসোসিয়েট ডা. মুনমুন আক্তার।
আলোচক হিসেবে ছিলেন সিআইপিআরবির উপ-নির্বাহী পরিচালক আমিনুর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। এ সময় আরও উপস্থিত ছিলেন সিআইপিআরবির কমিউনিকেশন ম্যানেজার নাহিদ আক্তার দিপা ও ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৌস।