বন্ধুসভার প্রাথমিক চিকিৎসাসেবা–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালা শেষে আলোচক ও প্রশিক্ষকদের সঙ্গে অংশগ্রহণকারীরাছবি: বন্ধুসভা

কেউ একজন পানিতে ডুবে গেল, তাঁকে উদ্ধার করে আনার পর একজন মানবিক মানুষ হিসেবে তাৎক্ষণিকভাবে আপনার করণীয় কী? অথবা শরীরের কোনো অঙ্গ আগুন লেগে পুড়ে গেল কিংবা হাত-পা ভেঙে গেল, করণীয় কী? গলায় কাঁটা আটকে গেল, আবার ধরুন আপনার সামনে কেউ একজন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল, এ ধরনের পরিস্থিতিতে আমাদের করণীয় কী?

এসব মুহূর্তে অনেকে সহায়তার জন্য এগিয়ে এলেও দেখা যায়, ভুল কোনো পদক্ষেপ নিয়ে ফেলছেন। তখন হিতে বিপরীত হতে পারে। প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের এ বিষয়ে সঠিক ধারণা ও প্রশিক্ষণ দিতে জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক চিকিৎসাসেবা–বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা। ৬ জুন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে হওয়া এ কর্মশালায় সহযোগিতা করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।

সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা দিনব্যাপী এ কর্মশালায় ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার নির্বাচিত বন্ধুরা অংশ নেন। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রেদোয়ান মাহমুদ রেজার সঞ্চালনা ও তত্ত্বাবধানে প্রশিক্ষক হিসেবে ছিলেন সিআইপিআরবির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ডা. নওশিন তোরসা ও রিসার্চ অ্যাসোসিয়েট ডা. মুনমুন আক্তার।

আলোচক হিসেবে ছিলেন সিআইপিআরবির উপ-নির্বাহী পরিচালক আমিনুর রহমান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। এ সময় আরও উপস্থিত ছিলেন সিআইপিআরবির কমিউনিকেশন ম্যানেজার নাহিদ আক্তার দিপা ও ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৌস।