সুবিধাবঞ্চিতদের মধ্যে মিরপুর বন্ধুসভার ইফতারি বিতরণ

সুবিধাবঞ্চিতদের মধ্যে মিরপুর বন্ধুসভার ইফতারি বিতরণছবি: বন্ধুসভা

৭ বছর বয়সী ফারজানা খাতুন। রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে থাকে। বাবা নেই, মা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। অনুরোধ করে বলে যেন তাকে ইফতারি একটা বেশি দেওয়া হয়। মায়ের জন্য নিয়ে যেতে চায় সে।

২১ মার্চ মিরপুরের রূপনগর এলাকায় ফারজানার মতো এমন অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র রিকশাচালকের মধ্যে ইফতারি বিতরণ করেছে মিরপুর বন্ধুসভা। ফারজানা ও তার মায়ের জন্য দুটি ইফতারি দেওয়া হয়।

কর্মসূচিটি বাস্তবায়নে কাজ করেছেন অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরূপ বড়ুয়াসহ অন্য বন্ধুরা।

এ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা কাজ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অপূর্ব বড়ুয়া বলেন, ‘মিরপুর বন্ধুসভার বন্ধুরা প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। এই কর্মসূচি বাস্তবায়নে বন্ধুরা যে শ্রম দিয়েছে, তা সার্থক হয়েছে। এভাবেই বন্ধুরা সামাজিক ও মানবিক কাজ করার পাশাপাশি নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলছেন।’

অর্থ সম্পাদক, মিরপুর বন্ধুসভা