নানা কার্যক্রমের মাধ্যমে তরুণদের এগিয়ে নিচ্ছে প্রথম আলো

বাগেরহাটে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাছবি: বন্ধুসভা

‘আমাদের জুলাই-আগস্ট অভ্যুত্থানের কথা মনে রাখতে হবে, বাংলাদেশের ঐতিহ্যের কথা মনে রাখতে হবে। আমরা যেন হেরে না যাই, সে জন্য সবাইকে প্রতিটি মুহূর্ত সজাগ থাকতে হবে। এবার প্রথম আলোর স্লোগান “জেগেছে বাংলাদেশ”। বাংলাদেশ সত্যিই জেগেছে এবং এভাবে জাগ্রত রাখতে হবে। ভবিষ্যতে যেন ক্ষয়ক্ষতি আর না হয়, সে জন্য জেগে থাকতে হবে। যেখানে কান্ডারি হবে প্রথম আলো।’

বাগেরহাটে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ৯ নভেম্বর শহরের এসি লাহা টাউন হলে এটির আয়োজন করে বাগেরহাট বন্ধুসভা।

বক্তারা বলেন, ‘প্রথম আলো কেবল ভালো পত্রিকাই নয়, নীতি-নৈতিকতা মেনে সাংবাদিকতার পাশাপাশি নানা কার্যক্রমের মাধ্যমে তরুণদের এগিয়ে নিচ্ছে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। তাদের কাছে দুটি বড় অস্ত্র আছে। তা হলো, সত্যের পথে চলা তাদের সাহসী কলম আর পাঠক। প্রথম আলো সামনের দিনগুলোতেও দেশের অপশক্তি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবে এবং সত্য প্রকাশে অবিচল থাকবে, এটাই প্রত্যাশা।’

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক চৌধুরী আবদুর রব, প্রবীণ শিক্ষক মধুসুদন সোম, প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক, বাগেরহাট বন্ধুসভার সহসভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন।

বাগেরহাটে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অম্বিকা চরণ (এসি) লাহা টাউন প্রাঙ্গণে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের দুই শতাধিক শিশু অংশ নেয়। প্রতিযোগিতায় তিন বিভাগে ৩ জন করে মোট ৯ জনকে পুরস্কার এবং অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

বিজয়ীরা হলো ক বিভাগে (প্রাক্‌-১ম শ্রেণি) উদ্দীপন বদর-সামসু বিদ্যানিকেতনের মাসফি গাজী, লিটল বার্ডস কিন্ডারগার্টেনের আরোহী, গ্রিন হার্ট স্কুলের তপদ্যুতি দাস। খ বিভাগে (২য়-৩য়) বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের হিল্লোল হাওলাদার, লিটল বার্ডস কিন্ডারগার্টেনের উষশী দাস, রোজ কিন্ডারগার্টেন বিদ্যালয়ের আরাধ্যা। গ বিভাগে (৪র্থ-৫ম) উদ্দীপন বদর-সামসু বিদ্যানিকেতনের নিয়ামুল খান, বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জিনিয়া জান্নাত ও বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শ্রেয়া মণ্ডল।

সাধারণ সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা