সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি সৈয়দপুর বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি
ছবি: বন্ধুসভা

বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালের এদিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন–সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আর দুই লাখ মা-বোনের ত্যাগে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় এ জাতি।

দিবসটি উপলক্ষে গত শনিবার দিনাজপুরের সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, সৈয়দপুর বন্ধুসভার সহসভাপতি শ্রাবণী আক্তার, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক হাসনাইন আয়েজ, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাধনা রায়, বন্ধু রিফাত ফেরদৌস, শামীম আল সাজিদ, রাইম চৌধুরী, মনিরুজ্জামান মিলন প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা