তাপপ্রবাহে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ছড়ালেন বন্ধুরা

মে দিবসে চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনছবি: বন্ধুসভা

তীব্র তাপপ্রবাহের মধ্যে ১ মে শ্রমিক দিবস উপলক্ষে নগরীর শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে বিনা মূল্যে শরবত বিতরণ করে চট্টগ্রাম বন্ধুসভা। ২০১৭ সাল থেকে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।

রিকশাচালক, সিএনজিচালিত অটোরিকশার চালক, সাধারণ পথচারী, গণপরিবহনের যাত্রী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ সদস্যসহ ২ নম্বর গেট, প্রবর্তক, চকবাজার মোড় এলাকার প্রায় দেড় হাজার মানুষকে ঠান্ডা শরবত পান করান বন্ধুরা।

রিকশাচালক কবির মিয়া বলেন, ‘প্রচণ্ড গরমে গলা শুকিয়ে আসছিল। শরবত খেয়ে রুহ ঠান্ডা হয়ে গেছে। শরীর এখন ভালো লাগতেছে।’

মাহিন্দ্রচালক মো. ইব্রাহিম বলেন, ‘অনেকক্ষণ ধরে শরবত খাইতে চাচ্ছিলাম, কিন্তু খাইতে পারতেছিলাম না। কারণ, গাড়ি থেকে নামতে পারতেছি না। আপনারা যেভাবে এনে দিলেন, আপনাদের অনেক ধন্যবাদ।’

শরবত বিতরণ কার্যক্রম শুরু হয় নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে এবং ঘুরে এসে একই স্থানে শেষ হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ইব্রাহিম তানভীর, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানসহ অন্য বন্ধুরা। সমন্বয়কারী ছিলেন ফয়সাল হাওলাদার ও ইসরাত জাহান।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা