বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ‘সত্যে তথ্যে ২৪’

নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করছেন আমন্ত্রিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা পর্বে প্রথম আলো ও বন্ধুসভা সম্পর্কে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকমণ্ডলী ও আমন্ত্রিত অতিথিরা।

বশেমুরবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনকে। তিনি মুক্তিযুদ্ধের সময়কালে বাংলাদেশের পরিস্থিতি ও নিজের অভিজ্ঞতা বন্ধুদের কাছে শেয়ার করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রথম আলো গোপালগঞ্জ প্রতিনিধি নুতন শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বশেমুরবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ কামরুজ্জামান, আইন অনুষদের ডিন রাজিউর রহমান, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফেরদৌস, জীববিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আলী খান, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক ফায়েকুজ্জামান টিটু, গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি মিন্টু হক প্রমুখ।

সাধারণ সম্পাদক, বশেমুরবিপ্রবি বন্ধুসভা