ভালো কাজের শপথ নিলেন মিরপুর বন্ধুসভার বন্ধুরা

মিরপুর বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর অভিষেক ও শপথ গ্রহণ
ছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর অভিষেক ও শপথ গ্রহণ করেছেন মিরপুর বন্ধুসভার বন্ধুরা। ৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নেন কমিটির সদস্যরা। সবাইকে শপথবাক্য পাঠ করান উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। তিনি বলেন, ‘ভালো ভালো কাজের মাধ্যমে মিরপুর বন্ধুসভাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’

আসন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন সভাপতি মুহাইমিনুর রহমান। গান পরিবেশন করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান, গাজী মোহাম্মদ লিখন ও বন্ধু সাহিল মন্তাজ। সমাপনী বক্তব্য দেন সাধারণ সম্পাদক যুবাইর বীন আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক অরুপ বড়ুয়া, সহসাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাশরুক, দপ্তর সম্পাদক মাসুরা আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাসরিন আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মুহীত রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়াফ হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রায়হান ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মাহবুল হাসান, ম্যাগাজিন সম্পাদক জিনাত জাহান, বইমেলা সম্পাদক কাইস বিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য রোমান শেখ নোমান, সুমন মল্লিক, সুবর্ণা সূত্র ধর, মুশফিকুর রহমান ও সাহিল মন্তাজসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, মিরপুর বন্ধুসভা