স্বাস্থ্য সচেতনতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা

পাবনা বন্ধুসভার উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতাছবি: বন্ধুসভা

মন ভালো রাখার জন্য সুস্বাস্থ্যের বিকল্প নেই। আর স্বাস্থ্য ভালো রাখতে শীতের মৌসুমে ব্যাডমিন্টন খেলা হতে পারে সেরা উপায়। তাই ২৭ জানুয়ারি দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করে পাবনা বন্ধুসভা। সঙ্গে অংশগ্রহণ করেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার বন্ধুরাও।

পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন পাবনা বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আহসান তানভীর।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান, পাবনা বন্ধুসভার উপদেষ্টা রফিকুল ইসলাম, প্রথম আলো আলোকচিত্রী হাসান মাহমুদ, পাবনা বন্ধুসভার সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, সহসভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাশরুখ হাসান, সহসাংগঠনিক সম্পাদক মর্জিনা আলম, দপ্তর সম্পাদক রিয়াজ হোসেন, অর্থ সম্পাদক সেজানুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নওশিন সুলতানা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মোদাসসের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক তাজিনুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আসফাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহানুর রহমান, ম্যাগাজিন সম্পাদক নুসরাত জাহান, বইমেলা সম্পাদক আবু সোলাইমান, কার্যনির্বাহী সদস্য অনিক, বন্ধু রোদেলা, শাহরিয়ার, মিতুসি, সাইমুমুল, ওমর ফারুক এবং টেক্সটাইল বন্ধুসভার অভিজিৎ, স্বাধীন, আবুল হায়াত, জাহার, উর্বি, কৃষ্ণ, বখতিয়ার, রিপাসহ অন্য বন্ধুরা।

সভাপতি, পাবনা বন্ধুসভা