‘সুন্দরবনের ইতিহাস ও ঐতিহ্য’ নিয়ে পাঠচক্র

সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: বন্ধুসভা

সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন। বাস কিংবা অন্য পরিবহন থেকে নামলেই দেখা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন সুন্দরবনের দৃশ্য। এভাবেই সুন্দরবনের বর্ণনা দেওয়া চারণ কবি চারু চন্দ্র মণ্ডলের লেখা ‘সুন্দরবনের ইতিহাস ও ঐতিহ্য’ বইটিতে। ১৫ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলোর সাতক্ষীরা অফিসে বইটি নিয়ে পাঠচক্র করে বন্ধুসভা।

সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সঞ্চালনায় বই আলোচনায় অংশ নেন কবি সালাউদ্দিন রানা, প্রচার সম্পাদক কবি তারিক ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন, বন্ধু শামীম রেজা, ইমতে জামিল, মো. পারভেজ, সোমা রানী, বাবলী আক্তার, সিফাত হোসেন, ইফতে জামিল, কামরুজ্জামান, আজিজুল প্রমুখ।

বই পাঠ করছেন এক বন্ধু
ছবি: বন্ধুসভা

বাংলাদেশের বন ও জলাভূমিগুলো কীভাবে সবাই মিলে রক্ষা করা যায় এবং এর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, এসব ওঠে আসে আলোচনায়। সুন্দরবন, প্রকৃতি ও পরিবেশ রক্ষার লড়াইয়ের উপলব্ধি আমাদের অধিকাংশের মধ্যেই নেই। তাই সুন্দরবন রক্ষার জন্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিও করতে হবে। বন্ধুরা বলেন, পাঠচক্রটি অব্যাহত রাখলে বইয়ের ব্যাপারে পাঠকদের আগ্রহ সৃষ্টির পাশাপাশি মননশীল পাঠক ও বক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা