অসচ্ছল পরিবারের শিশুদের নতুন পোশাক উপহার দিয়েছে নওগাঁ বন্ধুসভা। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে বন্ধুসভার সদস্যরা নিজেদের টাকায় কেনা রঙিন জামা ২৩ মার্চ বিকেলে উপহার হিসেবে শিশুদের হাতে তুলে দেন।
বিকেল চারটায় শহরের পোস্ট অফিসপাড়া এলাকায় প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। বন্ধুরা জানান, তাঁরা প্রতিবছর শিশুদের ঈদের উপহার হিসেবে রঙিন জামা উপহার দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবারও ৩০ শিশুকে এই উপহার দেওয়া হলো।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা চন্দন কুমার দেব, সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক এলমা খাতুন, সহসভাপতি সানম সাব্বির, যুগ্ম সম্পাদক আবদুস সালাম, অর্থ সম্পাদক নাফিস আরা পপি, কার্যনির্বাহী সদস্য খালেকুজ্জামান আনসারী, রাবেয়া খাতুন, মনিরা খাতুনসহ অন্য বন্ধুরা।
জামা বিতরণ শেষে বন্ধুসভার বন্ধুরা একসঙ্গে ইফতার করেন। ইফতারের আগে বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সদস্যদের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করান উপদেষ্টা মোফাখখার হোসেন খান। পরে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা ডি এম আবদুল বারী, কায়েস উদ্দিন, মোস্তফা আল মেহমুদ, এস এম সামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক, নওগাঁ বন্ধুসভা