পরিবেশ রক্ষায় রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগ
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ করেছে রাজবাড়ী বন্ধুসভা। গত ২৯ আগস্ট শুরু করে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলে এ কর্মসূচি। জেলার বিভিন্ন স্থানে ৯ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বন্ধুরা।
ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে তিন শতাধিক কাঁঠালগাছ, নিমগাছ, তালগাছ, লেবুগাছ ও খেজুরের চারা বিতরণ করেন বন্ধুরা। এ ছাড়া রাজবাড়ী সরকারি কলেজ, অন্বেষণ কোচিং সেন্টারসহ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৯০০ বৃক্ষরোপণ ও চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বন্ধুদের সঙ্গে সহযোগিতা করেন অনির্বাণ ছাত্র সংঘের সদস্যরা।
রাজবাড়ী বন্ধুসভার সভাপতি আরিফুর রহমান বলেন, ‘পরিবেশ রক্ষায় প্রতিবছর রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়। এবার কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। রোপণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও বিতরণ করা হয়।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, মহসিন মৃধা, শেখ ফয়সাল, হৃদয় খান, বাধন, নাহিদুল ইসলামসহ অন্য বন্ধুরা।
বন্ধু, রাজবাড়ী বন্ধুসভা