বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে ঢাকা মহানগর বন্ধুসভার পাঠচক্র
বন্ধুসভার সংশোধিত গঠনতন্ত্র নিয়ে পাঠচক্রের আসর করেছে ঢাকা মহানগর বন্ধুসভা। ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে উপস্থিত বন্ধুরা একে একে গঠনতন্ত্রের প্রতিটি অনুচ্ছেদ পাঠ করেন। যেসব পয়েন্ট নিয়ে বন্ধুদের মধ্যে সংশয় ছিল, সেগুলোর ব্যাখ্যাসহ আলোচনা করেন সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সম্রাট।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন জাতীয় পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিব হাসান, ঢাকা মহানগর বন্ধুসভার পাঠচক্র ও পাঠাগার সম্পাদক রাজা মান্নান তালুকদার, প্রচার সম্পাদক শারমিন আরা তিশা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. কাভী সিকান্দার আলম, বন্ধু তাহসিন আহমেদ, সাদিয়া সাকি, আশিক আকরামসহ অন্য বন্ধুরা।