টিআইবি-বন্ধুসভার যৌথ উদ্যোগ
বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্নীতিবিরোধী প্রচারণায় যুক্ত হবে টিআইবি
আগামী ১১ নভেম্বর প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানী ঢাকার একটি মিলনায়তনে বিশেষ আনন্দ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে ঢাকা ও ঢাকার বাইরের অন্তত ৫৫টি বন্ধুসভার চার শতাধিক বন্ধু, সুহৃদ ও শুভানুধ্যায়ী অংশ নেবেন।
বন্ধুসভার এ আয়োজনে দুর্নীতিবিরোধী প্রচারণা নিয়ে যুক্ত হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ উপলক্ষে ২০ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে টিআইবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিক আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মো. তৌহিদুল ইসলাম, উপসমন্বয়ক জাফর সাদিক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক।
আজ ৩১ অক্টোবর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজনে উভয় পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন টিআইবির অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মেহবুব এলাহি ও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তরুণদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করাবেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এ সময় বৈষম্যবিরোধী চেতনায় নতুন বাংলাদেশের যাত্রায় সবাইকে উদ্বুদ্ধ করতে উদ্দীপনামূলক বক্তব্য দেবেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিনোদন ও সংগীত অঙ্গনের তারকা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সারা বছরের কাজের ভিত্তিতে সেরা বন্ধুসভাগুলোকে স্বীকৃতিসূচক সম্মাননা দেওয়া হবে। এ বছর সহমর্মিতার ঈদ, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজ ও সার্বিকভাবে সেরা ১০ বন্ধুসভাসহ সর্বমোট ৩৩ বন্ধুসভাকে স্বীকৃতি দেওয়া হবে। দেশাত্মবোধক সংগীতসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।