হাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রে হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’

হাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

তীব্র গরমেও থেমে নেই বইপ্রেমীদের আড্ডা। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের রুটিন ক্লাস শেষ করেই বইপ্রেমী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন লাইব্রেরি চত্বরে। সেখানে আলোচিত হবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘আগুনের পরশমণি’।

২৪ এপ্রিল বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে ‘আগুনের পরশমণি’ বইটি নিয়ে পাঠচক্রের আসর করে হাবিপ্রবি বন্ধুসভা। বন্ধুদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চার দিকে আকৃষ্ট করতে এ আয়োজন করা হয়।

বইটি নিয়ে আলোচনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সিনথিয়া তাবাসসুম। তাঁর আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধের সময়ের নানা ঘটনার বর্ণনা।

আলোচনা শেষে বইটির ওপর কুইজে অংশ নেন বন্ধুরা। বিজয়ী হয়েছেন বন্ধু সুমাইয়া ইসলাম, ওমর ফারুক ও মেহেদী হাসান। পুরস্কার হিসেবে তাঁদেরকে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।

সভাপতি, হাবিপ্রবি বন্ধুসভা