‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বই নিয়ে পাঠের আসর

পাঠচক্র শেষে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

রবার্ট টি কিয়োসাকি ও শ্যারন এল লেকটার রচিত ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি নিয়ে পাঠের আসর করেছে ঝালকাঠি বন্ধুসভা। ১৮ অক্টোবর বিকেলে জেলা সিটি পার্ক প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক।

পাঠের আসরে আলোচনা হয় অপ্রতুলতার মনোভাব কাটিয়ে ওঠা ও বিশ্বাস অনুশীলন করতে শেখার বেশ কিছু নিয়ম। যেমন নিজের ওপর আস্থা রাখা, নেতিবাচক চিন্তা দূর করতে ইতিবাচক চিন্তা করা, প্রার্থনার শক্তি পুনরাবৃত্তি করা, স্রষ্টা যদি সহায় হন তবে কে আমার বিরুদ্ধে হতে পারে, কাউন্সিলরের সঙ্গে কাজ করা, আত্মসম্মান বিকাশ করা, বিশ্বাস করা স্রষ্টার থেকে শক্তি পাচ্ছি, অন্যকে কপি না করার চেষ্টা ইত্যাদি।

ঝালকাঠি বন্ধুসভার পাঠের আসর
ছবি: বন্ধুসভা

প্রতিবারের মতো এবারও সেরা দুজন পাঠকবন্ধুকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন বন্ধু শাকিল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহরিয়া পাপান ও বন্ধু উজ্জ্বল রহমান।

পাঠচক্র শেষে মাসিক সভা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি মুহিত খান, সহসভাপতি সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির ও বন্ধু ওলি উল্লাহসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা