কেরানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ফল উৎসব

ফল হাতে পেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের উচ্ছ্বাস
ছবি: বন্ধুসভা

কেরানীগঞ্জ বন্ধুসভার আয়োজনে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। শিশুদের মধ্যে আম, ড্রাগন ফ্রুট, লটকন ও পেয়ারা বিতরণ করা হয়। এ সময় তাদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন বন্ধুরাও।

অতিথি হিসেবে ছিলেন কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন। তিনি বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ করে তাদের জন্যে পুষ্টির ব্যবস্থা করেছে। এ জন্য আমাদের কলেজের পক্ষ থেকে বন্ধুসভাকে সাধুবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘প্রথম আলো নিপীড়িত মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’

খুশি মনে বাড়ি ফিরছে সুবিধাবঞ্চিত শিশু
ছবি: বন্ধুসভা

দুর্নীতি প্রতিরোধ কমিটির কেরানীগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক বেদৌরা আলী শিমু বলেন, ‘বন্ধুসভার ফল উৎসবের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অন্যান্য ফলের সঙ্গে ড্রাগন ফ্রুটও বিতরণ করা হয়েছে। এটি দামি ফল হওয়ায় শিশুরা সচরাচর পরিচিত নয়। বন্ধুসভার মাধ্যমে তারা ফলটি সম্পর্কে জানতে ও খেতে পেরেছে। এটি প্রশংসনীয় কাজ।’

কেরানীগঞ্জ বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসাইন বলেন, ‘দেশে ফলের মৌসুম চললেও অনেক সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুরা ফল খেতে পারে না। তাদের কথা চিন্তা করে আমরা ফল উৎসবের আয়োজন করেছি। দরিদ্র এসব শিশুদের সঙ্গে ফল উৎসব করতে পেরে আমরাও আনন্দিত।’

এ সময় আরও বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি এইচ এম রুবেল, সাধারণ সম্পাদক মামুন হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাদিম মাহমুদ, কার্যকরী সদস্য তাসনিম জাহান প্রমুখ।