সৈয়দ মুজতবা আলীর আফগানিস্তান ভ্রমণের অভিজ্ঞতা ‘দেশে বিদেশে’

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১৪ মার্চ সকালে আশেক মাহমুদ কলেজের আমতলায় এটি অনুষ্ঠিত হয়।

সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, লেখক, সাংবাদিক, ভ্রমণকাহিনি রচয়িতা, রম্যরচয়িতা এবং শিক্ষাবিদ। ভ্রমণকাহিনি ও রম্যরচনার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তাঁর অন্যতম জনপ্রিয় ভ্রমণকাহিনি হলো ‘দেশে বিদেশে’।

বইটির প্রেক্ষাপট লেখকের ১৯২৭ থেকে ১৯২৯ সালের আফগানিস্তান ভ্রমণের অভিজ্ঞতা। কাবুলে কাটানো দিনগুলোর সরস বর্ণনা দিয়েছেন। কাহিনির শুরু হয় হাওড়া স্টেশন থেকে পেশোয়ারের দিকে ট্রেনযাত্রা দিয়ে। এরপর লেখক কাবুল পৌঁছান, যেখানে তিনি অধ্যাপনার কাজে যোগ দেন। কাবুলে অবস্থানের সময় সেখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে পারেন। তিনি বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হন, যাদের মধ্যে আবদুর রহমান নামে এক ভৃত্য অন্যতম প্রধান চরিত্র। আবদুর রহমানের হাস্যরসাত্মক ও বিচক্ষণতামিশ্রিত ঘটনাগুলো কাহিনিতে বিশেষ মাত্রা যোগ করে।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কাবুলে অবস্থানের শেষ পর্যায়ে আফগানিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে। বাচ্চায়ে সাকোর আক্রমণে কাবুল বিপর্যস্ত হয়ে পড়ে। যার ফলে লেখককে কাবুল ত্যাগ করতে হয়। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে লেখকের অভিজ্ঞতা এবং কাবুলের মানুষের জীবনযাত্রা বইটিতে জীবন্ত হয়ে ওঠে। কাবুল ত্যাগের সময় লেখকের মনে এক গভীর বেদনার সৃষ্টি হয়। বিশেষ করে আবদুর রহমানের সঙ্গে বিচ্ছেদ মুহূর্তটি করুণভাবে বর্ণিত হয়েছে। এই বিদায় কাহিনির সমাপ্তি ঘটায় এবং পাঠকের মনে গভীর আবেগ সৃষ্টি করে।

‘দেশে বিদেশে’ বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন, যা ভ্রমণকাহিনির সীমানা ছাড়িয়ে একটি কালজয়ী সাহিত্যকর্মে পরিণত হয়েছে।

পাঠচক্র সঞ্চালনা করেছেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিতা চৌধুরী। সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য আদিল হোসেন বই নিয়ে চমৎকার আলোচনা করেন। বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ পাঠচক্রকে উপভোগ্য করে তোলে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সভাপতি সাখাওয়াত হোসেন, সহসভাপতি আরিফ রাহুল, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার, বইমেলা সম্পাদক আমির হামজাসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা