বাংলা ভাষাকে শুদ্ধভাবে উপস্থাপন করতে হলে আগে শুদ্ধ উচ্চারণ জানতে হবে। সেই সঙ্গে চাই নিয়মিত চর্চা। ইউনেসকোর সমীক্ষা অনুযায়ী বাংলা অন্যতম সুমিষ্ট ভাষা। ছোট ছোট শিশুদের হাতে বাংলা গল্পের বই তুলে দেওয়া এখন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ভাষাকে সুন্দরভাবে বুঝতে হলে ওদের মধ্যে গল্পের বই পড়ার নেশাটা জাগিয়ে দিতে হবে। বন্ধুসভার বন্ধুরা বিশ্বাস করেন, বই হচ্ছে এমন মাধ্যম, যার মধ্য দিয়ে মানুষ তার নিজস্ব ভাষা, সংস্কৃতিকে খুঁজে তা ধারণ করতে পারে। তাই ছোটবেলা থেকেই শিশুদের হাতে আমরা বই তুলে দেব—শুধু পাঠ্যপুস্তক নয়, গল্পের বই। পরবর্তী প্রজন্মের জন্য এটা যেন হয় আমাদের অঙ্গীকার।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে শিশুশিক্ষার্থীদের নিয়ে শুদ্ধ বাংলা উচ্চারণ কর্মশালা করেছে ঝালকাঠি বন্ধুসভা। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। ২৩ অক্টোবর ঝালকাঠি কলাবাগান উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী আমান আহমেদ বলে, ‘এই কর্মশালা থেকে আমি শুদ্ধভাবে বাংলা বর্ণমালা, শব্দের উচ্চারণ জানতে পেরেছি।’
লামিয়া আক্তার বলে, ‘প্রথম আলো বন্ধুসভাকে কৃতজ্ঞতা জানাই। কর্মশালাটি আমাদের জন্য ভীষণ শিক্ষণীয় ছিল। শুদ্ধ উচ্চারণ শেখার পাশাপাশি আমাদের নিয়মিত চর্চাও করতে হবে। ভীষণ ভালো লেগেছে। এমন আরও শিক্ষণীয় কর্মশালার আয়োজন করা হোক।’
মো. আব্দুল্লাহ বলে, ‘এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
সাব্বির আহমেদ বলে, ‘আমার উপহার পেতে খুব ভালো লাগে। শিক্ষাসামগ্রী উপহার পেয়ে অনেক খুশি।’
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আবৃত্তি প্রশিক্ষক ও বন্ধুসভার সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক কনা মিরাজ বলেন, ‘প্রথম আলো বন্ধুসভাকে অনেক ধন্যবাদ জানাই এমন শিক্ষণীয় একটি কর্মশালা ও শিক্ষাসামগ্রী উপহার দেওয়ার জন্য। আশা করি, শিশুরা ভবিষ্যতে এই জ্ঞানটুকু তাদের ব্যক্তিগত জীবনে ধরে রাখবে।’
সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম আলো ঝালকাঠি প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ বলেন, ‘আশা করি, খুব সুন্দর একটা কর্মশালা আয়োজন হয়েছে। সবাই সঠিক বিষয়ে ধারণা পেয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মুহিত খান, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক সাহরিয়া পাপন, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মুনিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সিয়াম খান, বন্ধু মোহাম্মদ সিমান্ত, শাকিল হাওলাদার, রুবি আক্তার, সোহান খান, উজ্জল মিয়াসহ আরও বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা