দুটি পরিবারকে এক সপ্তাহের বাজার উপহার দিল শাবিপ্রবি বন্ধুসভা

শাবিপ্রবি বন্ধুসভার একটি ভালো কাজছবি: বন্ধুসভা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিকশাচালক সেলিম মিয়া ও রমজান আলী। দীর্ঘদিন ধরে তাঁরা ক্যাম্পাসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁদের নিজস্ব কোনো জমিজমা নেই। উপার্জন শুধু ক্যাম্পাসকেন্দ্রিক। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তাঁদের উপার্জন কমে যায়। নিত্যপণ্যের আকাশছোঁয়া মূল্য থাকায় আর্থিক সংকটে ভুগতে হয় তাঁদের পরিবারকে। ধারদেনায় সংসার চালাতে হচ্ছে।

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে সেলিম মিয়া ও রমজান আলীর পরিবারকে এক সপ্তাহের বাজার কিনে উপহার দিয়েছে শাবিপ্রবি বন্ধুসভা। ২৫ অক্টোবর তাঁদের হাতে বাজারসামগ্রী তুলে দেন বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শাফিনুর ইসলাম, প্রথম আলোর শাবিপ্রবি প্রতিনিধি নোমান মিয়া ও বন্ধুসভার বন্ধুরা।

এক সপ্তাহের বাজারে চাল, ডাল, তেল, মাছ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়। উপহার পেয়ে সেলিম মিয়া ও রমজান আলী আবেগাপ্লুত হয়ে পড়েন। একই সঙ্গে প্রথম আলো ও বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি, শাবিপ্রবি বন্ধুসভা