বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করলেন বন্ধুরা

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বৃক্ষ। অথচ মানবজাতির জন্য এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমাণ। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য। পাশাপাশি অবাধে ব্যবহৃত হচ্ছে প্রকৃতির শত্রু প্লাস্টিক।

এমন অবস্থায় প্রকৃতির এই গুরুত্বপূর্ণ উপাদান ধরে রাখতে ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই’ প্রতিপাদ্যে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ৩০ আগস্ট এ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৭৩টি চারা রোপণ করা হয়। রোপণ করা গাছের মধ্যে রয়েছে রাবার, সেগুন, শিমুল, চিনা ডোউয়া, বহেড়া, তেলসু, আম, কাঁঠাল, শিউলি, রঙ্গন, রাধাচুড়া ও নাগলিংগম।

কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. খোরশেদ আলম। তিনি বলেন, ‘ববি বন্ধুসভা প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশ ও সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা রয়েছে; তার চর্চা তারা এই সংগঠনের মাধ্যমে করতে পারছে। যেটা তাদের দায়িত্ববোধের জায়গাকে প্রসারিত করবে এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে।’

বৃক্ষের চারা রোপণ করছেন তিন বন্ধু
ছবি: বন্ধুসভা

বন্ধুদের উদ্দেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন বলেন, ‘একদিন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে চলে যাবে। আর রেখে যাবে তোমাদের প্রতিনিধি হিসেবে এই গাছগুলোকে। যুগ যুগ ধরে তোমাদের এই প্রতিনিধিরা সেবা প্রদান করে যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জৌতর্ময় বিশ্বাস, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সামিউল ইসলাম, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা