ঝিনাইদহ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
‘এক একটি বৃক্ষ এক একটি মানবিক মানুষের মতো। মানবিক মানুষ যেমন সমাজকে সুন্দর করতে সহযোগিতা করে, তেমনি প্রতিটি বৃক্ষও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। ঝিনাইদহ বন্ধুসভার প্রতিটি বন্ধু যেমন নিয়মিত মানবিক কাজের মাধ্যমে সমাজ সুন্দর করতে ভূমিকা রাখছে, একইভাবে আশা করছি তাঁদের লাগানো গাছও বড় হয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।’
ঝিনাইদহ বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিতে কথাগুলো বলেন উপদেষ্টা আজাদ রহমান। ১৩ জুলাই ঝিনাইদহ শহর থেকে ৯ কিলোমিটার দূরে মো. মোশাররফ হোসেন-সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে কিছু গাছের চারা রোপণ করেন বন্ধুরা। পরে শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের প্রায় ৪০০ চারা বিতরণ করেন।
মো. মোশাররফ হোসেন-সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার ঝিনাইদহ বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘স্বপ্ন ছিল স্কুলটিকে সবুজ গাছপালায় ভরিয়ে ফেলার। সেই স্বপ্ন আজ আপনাদের মাধ্যমে অনেকটাই পাখা মেলে দাঁড়াতে শুরু করল।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, ‘এ স্কুল নিয়ে ভালো ভালো কাজ করার দীর্ঘদিনের ইচ্ছা ছিল। অনেকগুলো ভালো কাজের মধ্যে আজকে এ বৃক্ষরোপণের মতো মহৎ কাজ করতে আমাদের স্কুলটিকে বেছে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার ফিরোজ, হাবিবুর রহমান, সাবেক সভাপতি আবু রেজা ইমরান, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, সহসভাপতি রাজিয়া সুলতানা, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ললিত কবির, প্রভাস কুমার শর্মা, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আল মাহামুদ জিহাদ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সন্ধি বিশ্বাসসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, ঝিনাইদহ বন্ধুসভা