বন্যাকবলিতদের পুনর্বাসনে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ত্রাণ তহবিলে বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ প্রদান করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বন্ধুসভাছবি: বন্ধুসভা

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ত্রাণ তহবিলে বন্যার্তদের সহায়তায় নগদ অর্থ প্রদান করেছে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৪ সেপ্টেম্বর এ অর্থ প্রদান করা হয়। এগুলো বন্যাকবলিত অঞ্চলের মানুষের পুনর্বাসনে ব্যয় করা হবে।

এর আগে গত ২২ আগস্ট প্রথম দফায় ত্রাণ তহবিলে অর্থসহায়তা দেন বন্ধুরা। সেগুলো এরই মধ্যে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে।