কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে সাংস্কৃতিক আড্ডা ও পাঠচক্রের আয়োজন করেছে হবিগঞ্জ বন্ধুসভা। ৯ জুন বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
প্রথমে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন বন্ধুরা। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। গান পরিবেশন করেন সভাপতি নবনীতা দত্ত তিথি এবং অর্পিতা বনশ্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘দুই বিঘা জমি’ আবৃত্তি করেন সাধারণ সম্পাদক সামিয়া এ রহমান। ‘আষাঢ়’ কবিতাটি আবৃত্তি করেন দপ্তর সম্পাদক অর্ণালী পাল।
শেষে কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ বই নিয়ে পাঠচক্রের আয়োজন করা হয়। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মৌমিতা দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জনি রায়, ম্যাগাজিন সম্পাদক সত্যপ্রসাদ রায় জনি, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক শ্রাবন্তী কৈরি, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নিলয় চন্দ্র তালুকদার, বন্ধু অর্পিতা বনশ্রী, সৌরভ রায় প্রমুখ। পরে প্রথম আলোর প্রতিনিধি হাফিজুর রহমান ভাইয়ের পক্ষ থেকে চলে খাওয়াদাওয়ার আয়োজন।