রাজবাড়ীতে ভোক্তা অধিকার নিয়ে বন্ধুসভার মতবিনিময় সভা
রাজবাড়ীতে ১৮ জুলাই বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে শহরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, রাজবাড়ী বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক মো. নুরুজ্জামান, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত, বন্ধুসভার সহসভাপতি আশিফ মাহমুদ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কণা রানী দাস, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নমিতা দাশ, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা ও গবেষণাবিষয়ক সম্পাদক মহসিন মৃধা, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক রাহিম মোল্লা প্রমুখ। সঞ্চালনা করেন প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহম্মেদ।
সভায় ভোক্তা অধিকার কী কী, আইনের উদ্দেশ্য, আইনটি বাস্তবায়নের দায়িত্ব, ভোক্তা কে, ভোক্তার দায়িত্ব, ভোক্তা অধিকারবিরোধী কাজ ও অপরাধ এবং দণ্ড প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে ‘গুজব ছড়িয়ে নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করলে করণীয় কী, দোকানিরা পণ্য কেনার সময় মেমো দিতে না চাইলে করণীয় কী, ভালো পরিবহনে ভালো আসন দেওয়ার কথা বলে কাঙ্ক্ষিত সেবা না পেলে কী করব, গ্রামীণ পর্যায়ে সারের দাম দ্বিগুণ নেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন, মিষ্টির প্যাকেট ও দইয়ের হাঁড়ির ওজন বেশি দেওয়া হয়, করণীয় কী, বৃষ্টি বা রাতের বেলায় ইজিবাইক ও রিকশায় দ্বিগুণ ভাড়া নেওয়া হয়, নির্ধারিত দামে পণ্য বিক্রি না করলে করণীয় কী প্রভৃতি প্রশ্ন করা হয়। এসব প্রশ্নের উত্তর দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
কাজী রকিবুল হাসান বলেন, ‘জনস্বার্থে আমরা প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালনা করি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করার জন্য প্রচারপত্র বিলি করি। প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে। লাখো শহীদের রক্ত ও মা-বোনের সভ্রমের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমাদের সবার উদ্দেশ্য একটি সুন্দর বাংলাদেশ। একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে একসঙ্গে আরও কর্মকাণ্ড পরিচালনা করা হবে।’