বাঙালি মুসলমানের ঈদ ঐতিহ্য ও ইতিহাস

জামালপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভা

‘বাঙালি মুসলমানের ঈদ ঐতিহ্য ও ইতিহাস’ বিষয় নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা সভা করেছে জামালপুর বন্ধুসভা। ৩০ মার্চ গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খানের আলোচনায় উঠে আসে ঈদুল ফিতরের সূচনা থেকে শুরু করে এই উপমহাদেশে কীভাবে ঈদের সূচনা ঘটল, তার বিস্তারিত বর্ণনা। এ সময় তিনি প্রথম আলোতে প্রকাশিত হওয়া একটা লেখার অংশবিশেষ পড়ে শোনান।

কামরুল ইসলাম খান বলেন, ‘বাংলায় ঘটা করে ঈদ উদ্‌যাপনের ইতিহাসের সূচনা মোগলদের হাত ধরে। তার আগে বাংলা অঞ্চলে জাঁকজমকভাবে ঈদ উৎসব বা ঈদের সংস্কৃতির খোঁজ সেভাবে মেলে না। ইতিহাস ঘাটলে এ অঞ্চলে প্রথম যে ঈদগাহর সন্ধান মেলে, সেটি ১৬৪০ সালের দিকে ধানমন্ডিতে নির্মিত এবং শাহি ঈদগাহ নামে পরিচিত। বাংলার সুবেদার শাহ সুজার নির্দেশে তাঁর প্রধান অমাত্য মীর আবুল কাসেম এটি নির্মাণ করেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হাসান, প্রচার সম্পাদক ফাহিম মোনায়েমসহ অন্য বন্ধুরা।